এবার পূজায় নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী, শারদীয় শুভেচ্ছা’

October 11, 2024,
সাদরুল আহমদ খান : সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কুলাউড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনে একটা বিশেষ স্থান দখল করে আছে। সুদীর্ঘকাল ধরেই এই উপমহাদেশে দুর্গাপূজা উৎসবটি এক সমৃদ্ধিশালী ঐতিহ্য ধারণ করে আছে।
যুগ যুগ ধরে বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছেন। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক আনন্দের কেন্দ্রবিন্দুতে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ।
বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাংলাদেশি। এটি আমদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা, এটি আমাদের গর্ব।
ধর্ম যার যার, বাংলাদেশ সবার।
সবাইকে শুভেচ্ছা।
স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান,
ট্রাস্টি, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com