এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিনের পক্ষ থেকে বোরহান উদ্দিন সোসাইটিকে পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যাক্তিদের দাফনকার্যে নিয়জিত এবং করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটিকে
পিপিই, গ্লাভস, মাস্ক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। শুক্রবার ৬ আগষ্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন সোসাইটির সভাপতি মোঃ মুহিবুর রহমান মুহিবসহ অন্যান্য সদস্যরা।
এমপি বলেন, করোনাকালীন এ দুঃসময়ে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা সীমাহীন। যেখানে আক্রান্ত রোগীদের পাশে তাদের পরিবারের মানুষই যেতে চাচ্ছেনা সেখানে নির্দ্বিধায় গিয়ে তারা সাহায্যর হাত বাড়াচ্ছেন। করোনাকালে এসব সম্মুখ যোদ্ধাদের উৎসাহ এবং মনোবল বাড়ানোর জন্য যতটুকু সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব হবে আমি করবো।
উল্লেখ্য যে, করোনার প্রাম্ভিককাল থেকেই শেখ বোরহান উদ্দিন সোসাইটি সংগঠনটি বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছিল। এখন পর্যন্ত সংগঠনটি করোনায় মৃত ৩৬ জনের দাফন এবং ৩ জনের সৎকার সম্পন্ন করেছে।
মন্তব্য করুন