এমবি মিডিয়া’র উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন 

September 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা রোপন ও বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এমবি মিডিয়া। ১৫ সেপ্টেম্বর শনিবার গন্ধর্বপুর রহমান তরফদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমবি মিডিয়ার চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এম.জুনেদ আহমদ এর পরিচালনায় ১৫০ জন কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা বিতরন করা হয়। এবং ওই বিদ্যালয়ে ১০ টি বৃক্ষ রোপনও করা হয়। বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার ও এমবি মিডিয়া’র উপদেষ্টা মোঃ খালেদ চৌধুরী। বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ এমদাদুর রহমান রেনু, গন্ধবপুর রহমান তরফদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সহিদ আলী,সমাজসেবক তাজুল চৌধুরী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমবি মিডিয়ার তাকবীর হোসেন, মিজানুর রহমান রাসেল,মুজিবুর রহমান,সোহান হোসেন হেলাল, মামুন আহমদ,রুমি বেগম,আমেনা বেগম প্রমুখ। বক্তারা বলেন জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ  সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের সংখ্যাধিক্য সীমাবদ্ধ ছিল না। নানা প্রজাতির গাছও ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বন ভুমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞগন মনে করেন। কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং এলাকার ১৪ শতাংশ বনাঞ্চল।  প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভুমির যেমন বিরাট ভুমিকা রয়েছে তেমনি সুসম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। এমবি মিডিয়ার সদস্যরা জানান ২০০৫ সাল থেকে সকলের সহযোগিতা ও ভালোবাসায় সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার এর সংগঠন এমবি মিডিয়া। তাদের সমাজ কল্যাণ মূলক এই কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com