এমসিপি শিক্ষার্থীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ঝড়ে পড়া তরুন-তরুনীদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে সাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক এর এস.ডি.পি(স্টার) এর আওতায় তিনটি ক্যাটাগরিতে মৌলভীবাজারের ৬০জন তরুন-তরুনীকে তিনটি ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
শুক্রবার ৬ জানুয়ারী ব্র্যাক এর স্থানীয় এস.ডি.পি (স্টার) অফিসে সকাল ৯ট থেকে দুপুর সাড়ে ১২টায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত।
এস.ডি.পি (স্টার) সমন্বয়ক আবু শহিদের সভাপতিত্বে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ব্র্যাক- মৌলভীবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহমিদা আক্তার খানম, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক বর্তমান পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি এস এম মেহেদী হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমসিপি (টি.টি) প্রশিক্ষক শাহ জামাল। এছাড়াও বক্তব্য রাখেন, এনামুল হক, নির্মল চন্দ্র সরকার, কামাল আহমদ, নুসরাত জাহান, আশা বেগম, প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিউটি ফিকিউশন সেকশনের সোনিয়া আক্তার, কম্পিউটার সেকশনের সাকেরা আক্তার, টেইলারিং সেকশনের সাফিয়া আক্তার সুনিয়া ও রিমা আক্তার।
মন্তব্য করুন