এম সাইফুর রহমানের গ্রামের বাড়ীতে কর্মহীন ৬’শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দ্দানে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়ীতে করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দূপুরে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান এসব খাদ্য সামগ্রী স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করেন। ৬’শত পরিবারের মধ্যে ১৫ কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, তেল,আলু,আটা ও সাবান।
খাদ্য বিতরণের পূর্বে ভার্চুয়্যাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা: এ. জেড. এম জাহিদ হোসেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম. নাসের রহমান। এতে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিছ আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, প্রথম যুগ্ম সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধরণ সম্পাদক জিএম মুক্তাদির রাজুসহ ছাত্রদল, শ্রমিকদল ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন