এসো মুক্তিযুদ্ধের গল্প,শীর্ষক চলচিত্র প্রদর্শন,কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

October 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবজার সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ অক্টোবর জেলা তথ্য অফিসের আয়োজনে শাহ হেলাল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে পুরস্কার বিতরণী সভা প্রধান শিক্ষক আব্দুল মতিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এসো মুক্তিযুদ্ধের গল্প শীর্ষক মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতায় স্কুলের ২০০ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com