এস এম জাকিরেরে উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

May 23, 2021,

হাসান সাইফুল্লাহ॥ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে জুড়ী-বড়লেখায় ফ্রী হিউম্যান সার্ভিস অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে।
রবিবার ২৩ মে দুপুরে জুড়ী বাজারের একটি হল রুমে আয়োজনে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন এস এম জাকির হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি তাজুল ইসলাম, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হুমায়ুন রশিদ রাজি, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান প্রমূখ। এছাড়াও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এই অক্সিজেন সিলিন্ডারগুলো নিতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। আপাতত ৬ টি সিলিন্ডার দিয়ে শুরু হয়েছে ফ্রি সার্ভিস। প্রয়োজনীয়তা বাড়লে ধীরে ধীরে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে।
এস এম জাকির হোসাইন বলেন, করোনার এই মহামারীর সময় আমাদের পার্শবর্তী দেশ ভারতে দেখেছি অক্সিজেনের জন্য মানুষের হাহাকার। দেশের বিভিন্ন জায়গায় দেখেছি অনেকে ফ্রি অক্সিজেন সেবা শুরু করেছে। আমরাও জুড়ী-বড়লেখায় এই প্রথম এই সেবাটি চালু করলাম। আমি জুড়ী বড়লেখার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাবো, আমাদের কেউ যদি করোনা আক্রান্তসহ যে কোনো রোগাক্রান্ত হন আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের কাছ পৌছে দিবো।
তিনি বলেন, সমাজের সকল বিত্তবান ও প্রভাসী ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সামর্থ অনুযায়ী তরুনদেরর সংগঠন” ফ্রী হিউম্যান সার্ভিস” নামক অক্সিজেন সেবায় সহযোগীতা করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com