কবি সূর্যদাশ তপন আর নেই

February 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ কবি, সাহিত্যক ও নৃগোষ্ঠি শিশুদের মাঝে শিক্ষার আলোর ফেরিওয়ালা ‘বর্ণমালা‘ মৌলভীবাজার শহরের পরিচিত মুখ কবি সূর্যদাশ তপন আর নেই।
পরিবার সূত্রে জানা যায় ১৮ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১১টার সময় মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে কবি সূর্যদাশ তপন ১ ছেলে ও সন্তান সম্ভাবনা স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। তার অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকেই। মঙ্গলবার শহরের সৈয়ারপুর শ্বসানঘাটে তাঁর শেষ অন্তেষাঠিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সূর্যদাশ তপন ষ্টুডিও কে ও মায়া ষ্টুডিও এর সত্বাধীকারি কৃষ্ণ দাশ ও তাপস দাশের ছোট ভাই।
উল্যেখ্য যে, কবি সুর্য দাস তপন অসহায় হতদরদ্রি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে, তাদের শিশুদের মাঝে শিাক্ষার আলো ছড়াদে, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মৌলভীবাজারে র্বণকুড়ি শিশু পাঠশালা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com