কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস অনুষ্ঠিত

May 20, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ চা শ্রমিক ঐক্য গড়ি, প্রাণের দাবী আদায় করি, ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’  ১৯২১-২০২৩ ও চা শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ মে সকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে আয়োজিত সভায় বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক এর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা নরোত্তম বর্ধনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি ও রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, শিক্ষক বিকাশ পাল।

এর আগে চা শ্রমিক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের ইতিহাস ও ২০ মে এর তাৎপর্য তুলে ধরেন।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com