কমলগঞ্জের শমশেরনগরে ছাত্রলীগের উদ্যোগে ৮০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

May 22, 2020,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বেলা ২.৩০টায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা ভাইরাস সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ৮০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, উপ-পরিদর্শক আনজির হোসেন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান (আলতা), শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়ান ফারুক, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সমাইল, সাবেক সহ সাধারণ সম্পাদক আবেদুর রহমান আবেদ, সাবেক ছাত্রলীগ নেতা ফয়জুর রহমান টিপু, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিরুল ইসলাম তারেক, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুবল পাল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান সালেহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান জিয়া, প্রচার সম্পাদক রেজাউল করিম রনি, উপ দপ্তর সম্পাদক হাসনাত আহমেদ ফারিব, জয়বাংলা পরিষদ শমশেরনগর ইউনিয়ন শাখার সভাপতি কয়েস আহমদ, ছাত্রলীগ নেতা মান্না ও সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ আহমেদ, প্রচার সম্পাদক তাহমিদ আহমেদ প্রমুখ।
পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা ভাইরাস সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় বনী আদমের জন্য শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ৮০ পরিবারের জন্য শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পরিবার প্রতি খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি আলু, ১কেজি পিঁয়াজ, আধা লিটার তেল, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট স্যালাইন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com