কমলগঞ্জে অবৈধ বালু জব্দ; ৫০ হাজার অর্থ দন্ড

October 27, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে পাচারের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড প্রদান করেন।

জানা যায়, অবৈধভাবে বালু পাচারের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় ১শ’ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে জমির মিয়াকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয় এবং তাৎক্ষনিক জব্দকৃত বালু ১ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী অবৈধভাবে বালু জব্দ ও ৫০ হাজার টাকা অর্থ দন্ডের সত্যতা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com