কমলগঞ্জে অস্ত্র, জিহাদী বই, লিফলেটসহ জঙ্গী সংগঠনের এক সদস্য আটক

March 2, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় অস্ত্র, জিহাদী বই, লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” এর এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯ দাবী করছে।
সোমবার ১ মার্চ দিবাগত মধ্যরাতে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যান এলাকা থেকে অস্ত্রসহ কামরুজ্জামান লিটন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পার্কের ২ টি টিলার মধ্যবর্তী ফাঁকা জায়গায় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গিসংগঠন “আনসার-আল-ইসলাম” এর কতিপয় সক্রিয় সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর আভিযানিক দল অভিযান পরিচলানা করে মোঃ কামরুজ্জামান লিটন (৩৬)-কে ১টি বিদেশী রিভলবার, ২৬টি জিহাদি বই, বিপুল সংখ্যক আইন শৃংখলা বিরোধী লিফলেটসহ কামরুজ্জামানকে আটক করে। এ সময় অন্যান্য জঙ্গী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তারা দেশের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” শক্তিশালী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীর বাহিরে থেকে নাশকতামূলক পরিকল্পনা করার জন্য সমবেত হয়েছে এবং সে বিভিন্ন জেলা থেকে অর্থ সংগ্রহ ও কর্মী সংগ্রহের কাজ করে থাকে। গ্রেফতারকৃত আসামীকে জিঞ্জাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাতবিলাকুলছাড়া গ্রামের মো: উম্মত আলী মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে আটক জঙ্গী সদস্যকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১টি বিদেশী রিভলবার ও ২৬টি জিহাদি বই, লিফলেটসহ কামরুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com