কমলগঞ্জে এ্যাথনিক ট্যুরিজম ও ব্র্যান্ড লোগো উন্মোচন

March 16, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ সমৃদ্ধ নৃ-জনগোষ্ঠীর ভাষা-সংস্কৃতিকে কেন্দ্র করে এখানকার সম্ভাবনাময় এ্যাথনিক ট্যুরিজম ও পর্যটন বিকাশে কমলগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষেই এ্যাথনিক ট্যুরিজমের ব্র্যান্ড লোগো উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার ১৬মার্চ বেলা ১টায় মণিপুরি ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ্যাথনিক ট্যুরিজম এর ব্র্যান্ড লোগো উন্মোচন ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জের ইউএনও সিফাত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ ও আদিবাসী নেতা জিডিসন প্রধান সুচিয়াং।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •