কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ

September 12, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ “এসো-এন্টি-বডি তৈরি করি, করোনা জয় করি” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।

১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১টায় আম্বিয়া কেজি স্কুল এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে আম্বিয়া কেজি স্কুলের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজকোর্টের পিপি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর আহবায়ক প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, কবি ডাঃ শহীদ সাগ্নিক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মোঃ সানোয়ার হোসেন, সাপ্তাহিক পূর্বদিকের কার্যকরী সম্পাদক কবি সালাহউদ্দিন ইবনে সিহাব, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা, ব্যাংকার মোঃ সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা প্রমুখ। এ সময় উপস্থিত সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com