(ভিডিওসহ) কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফুরকে আদালত মাধ্যমে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১০ আগষ্ট দূপুর ২ টার দিকে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে প্রেরণ করেন।
ধর্ষণ চেষ্টার ঘটনাটি সালিশে ধামাচাপার চেষ্টা করা হলে কিশোরী মেয়েটি বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানাযায়, শুক্রবার রাতে কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার আধকানী বাজারের হারুন মিয়ার ছেলে লুৎফুর রহমান ও কাউয়ারগলা গ্রামের শরিয়ত মিয়ার ছেলে মঈনুল ইসলাম পার্শবর্তী এলাকার কিশোরী মেয়েকে (১৩) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ বিষয়ে রাতেই কিশোরীর বাবা ধনাই মিয়া ২ জনকে আভিযুক্ত করে মামলা দায়েরে করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ১ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন