কমলগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে গাঁজাসহ ফিরোজ মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৭ জানুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার পুলিশ পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্রশীলসহ ভানুগাছ বাজারের ফখরুল মিঞার কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ফিরোজ মিয়াকে গ্রেফতার করে।
ফিরোজ মিয়ার বাড়িতে তল্লাশি করে ঘরের খাটের নিচে দু’টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও বিক্রির জন্য গাঁজা মাপার দাঁড়িপাল্লা, গাঁজা মাপার বাটখারা, ছোট কুড়াল এবং একটি কাঁচি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মৃত জাড়ু মিয়ার ছেলে। সে ভানুগাছ বাজারের ফখরুল মিঞার কলোনিতে ভাড়া বাসাত বসবাস করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ মিয়া কলোনির ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা করছে স্বীকার করে। কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন