কমলগঞ্জে চারটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে চারটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৪ নভেম্বর বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন, সৈয়দ আমজাদ হোসেন ও মোহাম্মাদ আতিকুর রহমান ভ্রাম্যামান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় তাদের সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ থানা পুলিশ।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বুধবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে জানান, বুধবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার উপজেলা চৌমুহনা ও ভানুগাছ বাজারে ভেজাল খাবার ও হোটেলের পরিবেশ স্বাস্থ্য সম্মনত না হওয়ায় শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট, পানাহার হোটেল, রাধুনী হোটেল ও গ্রামের বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মন্তব্য করুন