কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর উদ্বোধন

April 25, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৪ এপ্রিল কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- সূচনা প্রোগ্রামের উপজেলা পুষ্টি কমকর্তা মোয়াজ্জেম হোসেন, পিএসডির উপজেলা কোঅর্র্ডিনেটর সালাউদ্দিন আহমেদ প্রমুখসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। সূচনা প্রোগ্রাম ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বয় করে মাঠ পর্যায়ে পুষ্টি সপ্তাহ উদযাপন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com