কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমির ছাত্রবৃত্তি প্রদান

September 28, 2024,

সালেহ আহমদ (লিপক) : কমলগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের খুশালপুরে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে পরিচালিত জাহানারা-বাহার একাডেমির ছাত্রবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর একাডেমির প্রধান শিক্ষক নিপুন শর্মার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সৈয়দ দিলাওয়ার আলী ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ খালেদ মাহমুদ, কমলগঞ্জ ইসলামিক সোসাইটির জেনারেল সেক্রেটারি শিক্ষানুরাগী সৈয়দ আমিরুল ইসলাম (কয়ছর), জাহানারা-বাহার একাডেমি ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও তৌহিদুল ইসলাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু নিরঞ্জন দেব, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের সহ-সভাপতি গোলাপ খান, খুশালপুর জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সাবেক সভাপতি ফজল খান এবং জাহানারা-বাহার একাডেমির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ মোস্তাক হোসেন।

অনুষ্ঠানে জাহানারা-বাহার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ছাত্রবৃত্তি হিসাবে প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকেরও সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com