কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমির ছাত্রবৃত্তি প্রদান
সালেহ আহমদ (স‘লিপক) : কমলগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের খুশালপুরে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে পরিচালিত জাহানারা-বাহার একাডেমির ছাত্রবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ অক্টোবর একাডেমির প্রধান শিক্ষক নিপুন শর্মার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সৈয়দ দিলাওয়ার আলী ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ খালেদ মাহমুদ, কমলগঞ্জ ইসলামিক সোসাইটির জেনারেল সেক্রেটারি শিক্ষানুরাগী সৈয়দ আমিরুল ইসলাম (কয়ছর), জাহানারা-বাহার একাডেমি ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও তৌহিদুল ইসলাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু নিরঞ্জন দেব, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের সহ-সভাপতি গোলাপ খান, খুশালপুর জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সাবেক সভাপতি ফজল খান এবং জাহানারা-বাহার একাডেমির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ মোস্তাক হোসেন।
অনুষ্ঠানে জাহানারা-বাহার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ছাত্রবৃত্তি হিসাবে প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকেরও সমাগম ঘটে।
মন্তব্য করুন