কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা

August 28, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খইয়া গোখরা সাপের বাচ্চা। দীর্ঘ ৪৫ দিন পর ১৫ টি ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ। শনিবার ২৮ আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম।
তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫ টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে। গত ১৪ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এলাকা থেকে ১৫টি ডিমসহ একটি খইয়া গোখরা সাপ উদ্ধার করে বন-বিভাগ। পরে গোখরা সাপটিকে ছেড়ে দেয়া হয় এবং উদ্ধারকৃত ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন অবশেষে ডিমগুলো ফুটে খইয়া গোখরার বাচ্চা বের হয়েছে।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫ টি গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। এ কারণে আমরা অনেক খুশি। এটি অন্যতম একটি সাপ। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com