কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

December 1, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ সমাবেশ, র‌্যালী ও সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলার আদমপুর বাজারে শতাধিক মানুষের অংশগ্রণে আনন্দ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সংগঠনের  কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে ও  সদস্য সচিব এস এম কাইয়ুমের  সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আবুল কালাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী ও সাংবাদিক  আকাশ আহমেদ।

আলোচনা সভা শেষে  সম্প্রতি  সড়ক দুর্ঘটনায় নিহত  হাফিজ উদ্দিনের পরিবারকে ১ টি ও আহত সালাম মিয়াকে  ১ টি করে ছাগল বিতরণ করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য ছালেহ আহমেদ, কাওসার আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com