কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ওমান প্রবাসীর বাড়িতে আগুন, গুরুতর আহত ১ জন : আটক-২

July 27, 2024,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে ওমান প্রবাসী মোস্তাকার হোসেন প্রকাশ উকিল (৫০) কে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে।  শুক্রবার ২৬ জুলাই দিবাগত রাত ২.৩০ ঘটিকায় আদমপুর ইউনিয়নের আদকানী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদকানী গ্রামের ওমান প্রবাসী মোস্তাকার হোসেন প্রকাশ উকিল এর সাথে একই গ্রামের প্রতিবেশি রাজু আহমদ পারভীন গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে তার বসত ঘরে গত শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন আগুন লাগিয়ে দেয়। গভীর রাতে আগুনের বিষয়টি টের পেয়ে ওমান প্রবাসী মোস্তাকার হোসেন প্রকাশ উকিল আগুন নেভানোর বের হলে প্রতিপক্ষের রাজু আহমদ পারভীন, নিজাম উদ্দিন, সামাল মিয়া, বাহার মিয়া, দেলোয়ার মিয়া ওমান প্রবাসী মোস্তাকার হোসেন প্রকাশ উকিলের উপর হামলা করে বলে অভিযোগ করেন ওমান প্রবাসীর চাচাতো ভাই জহুর আলী। এ সময় ওমান প্রবাসীর পরনের লুঙ্গীতে আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন। অগ্নিকান্ডের খবর পেয়ে শুক্রবার রাতেই কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত ওমান প্রবাসী মোস্তাকার হোসেন প্রকাশ উকিলকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে জরুরী ভিত্তিতে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান।

এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকালে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আদকানী গ্রামের প্রতিপক্ষ রাজু আহমদ পারভীন (৪৩) ও নিজাম উদ্দিন (৩৫)কে আটক করে থানায় আনা হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার উপ পরিদর্শক অনিক রঞ্জন দাস।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই “প্রাচীর নির্মাণে বাধা, থানায় অভিযোগ দেওয়ায় হুমকি” শিরোনামে কয়েকটি গনমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com