কমলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন সহ ৪৬ প্রার্থী প্রতিদন্ধিতায়
January 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, আওয়ামীলীগ বিদ্রোহী ও বিএনপি প্রার্থীসহ ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী সহ ৪৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন :
আওয়ামী লীগের মোঃ জুয়েল আহমদ।
বিএনপির মোহাম্মদ আবুল হোসেন।
আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
আওয়ামীলীগ বিদ্রোহী উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোঃ হেলাল মিয়া।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ব্যালেটে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মুহাম্মদ আলমগীর হোসেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার।
মন্তব্য করুন