কমলগঞ্জে পৌর মেয়রের ব্যক্তিগত  উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন, মিড ডে মিল উদ্বোধন

September 24, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জেলার শ্রেষ্ট বিদোৎসাহী সমাজকর্মী পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ এর ব্যক্তিগত  উদ্যোগে বৃক্ষরোপন, শিক্ষা উপকরণ বিতরণ ও মিড ডে মিল বিতরণ করা হয়েছে।  ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসহাক স্মৃতি পরিষদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও রাহি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি সমাজসেবক আব্দুর রশীদ চৌধুরী মাখন, পৌর কাউন্সিলর আফজল মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ প্রমুখ। অনুষ্টান শেষে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্য গাছের চারা, শিক্ষা উপকরণ ও  মিড ডে মিল বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com