কমলগঞ্জে প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২ এর উদ্বোধন

May 26, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পতনঊষার প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ মে বিকাল ৩টায় উপজেলার পতনঊষার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের আয়োজনে শ্রীসূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী  প্রথম খেলায় অংশগ্রহণ করে মৌলভীচক একাদশ ও সুপারষ্টার ক্রিকেট ক্লাব।

পতনঊষার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিকান্দার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেক, দানশীল ব্যক্তি মরহুম হাজী শেখ আরব উল্ল্যাহ ও মরিয়ম বেগম কল্যান ট্রাস্টের প্রতিষ্টাতা,বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. জহির উদ্দিন। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ রাসেল আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাংবাদিক প্রণিত রঞ্জন দেবনাথ,নুরুল মোহাইমিন মিল্টন,পিন্টু দেবনাথ ও শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লু,সমাজ সেবক ইমন হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com