কমলগঞ্জে বন্যার্তদের অনুদান প্রদান

September 6, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতি সম্প্রতি স্মরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগে অনুদান প্রদান করা হয়েছে।

৫ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ জন অধিকার বঞ্চিত ব্যক্তিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকে এর জেনারেল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম (দুধ মিয়া) ইউকে প্রবাসি এ কে এম জিল্লু হক ও মো: হারুনুজ্জামানের অর্থায়নে এবং পতনউষার বন্ধন প্রবাসি সমাজকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী এর ব্যবস্তাপনায় এ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, প্রেসক্লাব সেক্রেটারী মো: মোস্তাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী শাহীন আহমদ, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com