কমলগঞ্জে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় যুবদল সম্পাদকের ত্রাণ বিতরণ

August 25, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে বন্যা দুর্গত লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। রোববার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের আহমেদনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমানসহ জেলা  উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আদমপুরস্থ কার্যালয়ে বন্যা দুর্গত ৭০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার কমলগঞ্জ উপজলো নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের উপস্থিতিতে আনুষ্ঠানকিভাবে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ৭০০ পরিবারকে শুকনো খাবার হিসাবে ৩ কোিজ চিড়া, ১ কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট ও ১০টি ওরস্যালাইন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com