কমলগঞ্জে বিএমএসএফ’র পক্ষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

October 17, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র পক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৭ অক্টোবর রোববার বেলা ১টায় বিএমএসএফ এর উদ্যোগে “সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় উদ্যোগ গ্রহণের নিমিত্তে বিনীত প্রার্থনা সংবলিত স্মারকলিপি“ বিষয়ে সারা দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় বিএমএসএফ’র পক্ষে বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সদস্য এস এ চৌধুরী জয় (সভাপতি, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব), কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঢাকায় অবস্থান করায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ। এসময় সিএ কাম ইউডিএ রাজেন কৈরী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com