কমলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে রোববার ১০ ডিসেম্বর সকাল ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিরঞ্জন দেবের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন, কমলগঞ্জ এর ফিল্ড সুপারভাইজার মাও: মো: ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা আলম চৌধুরী, মঊশিক শিক্ষক কল্যাণ পরিষদ কমলগঞ্জ শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা শেখ আলী আমজাদ প্রমুখ।
মন্তব্য করুন