কমলগঞ্জে ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের পূণর্মিলনী

October 23, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার রাতে আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল রাধা মাধবজিউর মাণ্ডপে পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের উদ্যোগে শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠানে মনোরঞ্জন সিংহের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রবি কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষ্ণ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ মোহন সিংহ, নন্দ কুমার সিংহ, স্বর্ণ কুমার সিংহ, রাম চন্দ্র শর্ম্মা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এবারের শারদীয় দুর্গোৎসবে কমলগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতীমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি-দোকানপাঠে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। বক্তারা কৃষক প্রজা বিদ্রোহের স্মৃতিচারণ শেষে বিশ্ব শান্তি ও বাংলাদেশের শান্তির কামনায় মা দূর্গার ঈশ্বরিক শক্তির সহায়তা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com