কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজিসহ আটক

October 15, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশী অভিযানে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক করছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ বস্তায় ৯০ পিছ ভারতীয় শাড়ি, ১টি  সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার -থ ১২-২৫৬৯) আটক করা হয়। তবে পুলিশের অবস্থিতি টের পেয়ে ভারতীয় শাড়ি ও সিএনজি গাড়ি রেখে আসামিগণ পালিয়ে যায়। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬টি বস্তায় ৯০ পিছ ভারতীয় শাড়ি ও একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাড়ীসহ সিএনজি রেখে আসামিরা পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com