কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

August 9, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে ৮ আগষ্ট রোববার দুপুরে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে এর উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়। এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্য নেয়াসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন, অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মনিটরিং এর কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com