কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
April 18, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন চলাচালে সময় দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার দায়ে ৮টি মামলায় মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। শনিবার ১৭ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশি সহায়তায় শমশেরনগর বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে জালাল শিকদারের নগদ ৫ হাজার টাকা এবং ভিতর বাজার ও আশপাশের এলাকায় মাস্ক না পরার দায়ে আরও ৭ জনের ১ হাজার ৭ শত টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন