কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
January 1, 2017,
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালত কয়েকটি মোদী, ও স্টেশনারী দোকান ও একটি সিএনজি অটোরিক্সা মালিকের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার ৩১ ডিসেম্বর বিকাল তিনটায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়াদ উত্তীর্ণ পানীয়, পণ্য সামগ্রী ও একটি মোটরযানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
মন্তব্য করুন