কমলগঞ্জে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রাম প্রসাদ রবিদাস (৫২) নামে মাদক মামলায় ০৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ৮ নভেম্বর রাতে কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রাম প্রসাদ রবিদাসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাম প্রসাদ রবিদাসের বিরুদ্ধে জিআর-৯৫/২০২০ (কমল) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ২৪(খ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ বছরে বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামি রাম প্রসাদ রবিদাস কমলগঞ্জ থানাধীন ৮ নং মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের মৃত জমুনা রবিদাসের ছেলে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন