কমলগঞ্জে মানববন্ধন দলই চা বাগান খুলে দেওয়ার  দাবি

August 16, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘আমরা পরিবর্তনে বিশ্বাসী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বে-আইনীভাবে, উস্কানীমূলক সিদ্ধান্তে দলই চা  বাগান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার ১৬ আগস্ট সকাল ১১টায় বিশ্ব্িবদ্যালয় চা ছাত্র সংসদ এর আয়োজনে উপজেলা চৌমুহনী ময়না চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি জ্যোতির্ময় কানুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক কৃষ্ণ রাজভরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র  সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহন রবিদাস ও প্রদীপ দাস দ্বীপ, চা  শ্রমিক নেতা সীতারাম বীন, ছাত্রনেতা প্রদীপ পাল, সন্তোষ রবিদাস, সুমন  রবিদাস, প্রীতম গোয়ালা, মনোজ কুমার, উজ্জ্বল কৈরী, প্রদীপ পাশি, ইরাজ  আহমেদ, সুদীপ্ত ভর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ দিন ধরে দলই চা বাগানের শ্রমিকরা  অনাহারে রয়েছে। তিনদফা বৈঠক হবার পরও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।  বাগানের মানুষরা এখন আর বাগানী নয়, তারা এখন আন্দোলন করতে জানে।  অবিলম্বে যদি দলই চা বাগান খুলে দেওয়া না হয় এবং দূর্নীতিবাজ  ম্যানেজারকে অপসারণ না করা হয় তাহলে আরো কঠোর আন্দোলন সহ  কর্মবিরতীতে যাবে চা শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com