কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠিত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ জুন দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার।
মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি আসিফ নিয়াজ রনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. এরশাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মিজানুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক রিপন, আইন হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক এফ.এ.আল. সিফাত (হিরু), মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি আতিকুর রহমান নোমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা ইউনিটের অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ খালেদ মাহমুদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাপ্পু প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন