কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আনন্দ র‍্যালি

February 22, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে সোমবার ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১।

এ উপলক্ষে সোমবার দুপুরে ভানুগাছ বাজারে এক আনন্দ র‍্যালি বের হয়। পরে স্থানীয় গ্রামের বাড়ি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঈমান’স ফ্লীট এন্ড ম্যানেজমেন্ট এর স্পন্সরে সভায় আয়োজক কমিটি টুর্র্ণামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন ও সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরমান হোসেন দুলন, সাধারণ সম্পাদক মো. কয়েছ আহমদ, মাঠ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল হোসেন, মো. মাসুম আহমেদ, অর্থ সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় খেলোয়াড় কল্যান সমিতি, শ্রীমঙ্গল ও খেলোয়াড় কল্যাণ সমিতি, হবিগঞ্জ অংশ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com