কমলগঞ্জে লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

February 20, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে প্রগতিশীল ধারার সংগঠন লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর ত্রি-বার্ষিক ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় মুন্সীবাজারে একটি হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।
লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর আহ্বায়ক কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে ও সদস্য অমলেশ শর্ম্মার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ডা. অবনী শর্ম্মা, মৃগেন চক্রবর্তী, প্রভাষক দীপংকর শীল, রুবেল দাশ, সুপ্রিয়া দাশ, আখি বৈদ্য, দীপ্ত আচার্য্য, সুমন দাশ প্রমুখ। সম্মেলন শেষে কবি নিখিল কান্তি গোস্বামীকে সভাপতি ও মৃগেন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর কার্যকরী কমিটি গঠন করা হয়। সবশেষে লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com