কমলগঞ্জে শিক্ষিকা প্রকৃতি রানী সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা

November 13, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মহেন্দ্রকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা প্রকৃতি রানী সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। শিক্ষক ফয়সল আল কয়েছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী সংবর্ধিত শিক্ষিকা প্রকৃতি রানী সাহা, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক এস, কে, দাস, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিকাশ পাল, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষিকা মিনারা বেগম, মুন্সীবাজার সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, মহেন্দ্র কুমার সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকি নমিতা দেবনাথ, শিক্ষক নেপাল চন্দ্র দাস, ইউপি সদস্য আব্দুস সালাম, মাও: শওকত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট, শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন উপহার সামগ্রী  এবং ৫ম শ্রেণী শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com