কমলগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত ১

August 31, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন। শনিবার ৩১ আগস্ট দুপুরে উপজেলার করিমপুর এলাকায় মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী ভানুগাছ বাজারের সত্যেন্দ্র দত্তের ছেলে সৌমিত দত্ত (২৬)। তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়া উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com