কমলগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

September 16, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. মাখন লাল দাস।

ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাজল ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রণয় দত্তের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। মূখ্য আলোচক ছিলেন-সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আশু রঞ্জন দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার নেতা গৌরা দে, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: সানোয়ার হেসেন, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ নেতা সঞ্জয় দেবনাথ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার অন্যতম সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বীরেন্দ্র চন্দ, কালীপদ দেব, স্বপন দেবনাথ (সাগর), সুনীল মালাকার, রতন বর্মা, ব্রজগোপাল সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ, এলিসন সুং প্রমুখ।

সম্মেলন শেষে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এর ১০ সদস্যের নাম ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি পদে প্রণয় দত্ত, সভাপতিমন্ডলীর সদস্য পদে জিডিসন প্রধান সুচিয়াং, সত্যেন্দ্র কুমার পাল (নান্টু), কৃষ্ণ কুমার সিংহ ও রামভজন কৈরী, সাধারণ সম্পাদক পদে নিরঞ্জন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, সীতারাম বীন ও অনিমেষ পাল লিটন, সাংগঠনিক সম্পাদক পদে প্রমোদ রঞ্জন দেবনাথ এর নাম ঘোষনা করা হয়। ঘোষিত কমিটির ১০ জন মোট ৭১ সদস্য উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com