কমলগঞ্জে ১২ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দীন বিড়ি সহ আটক-১

November 21, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সরিষেরতলা নামক স্থান থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজির নের্তৃত্বে পুলিশের একটি দল ১২ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ ফরিদ আলী (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নে মাতাবপুর গ্রামের আবিদ আলীর ছেলে।

 শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ভারতীয় বিড়ি গাড়িযোগে পাচারকালে ১২ হাজার পিছ বিড়ি ও এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত নাসির উদ্দিন বিড়ির বাজারমূল্য ২৪ হাজার টাকা হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com