কমলগঞ্জে ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

February 25, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ কাং ফেডারেশন এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ নয়াপত্তন গ্রামের কাংশং -এ ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে ছেলেদের ফাইনাল খেলায় মঙ্গলপুর নিত্যানন্দ কাংখুৎ ৯-৩ পয়েন্টে আমসফা সিলেট-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং মেয়েদের খেলায় হামোম খোল মহাদেব কাংখুৎ ৭-৫ পয়েন্টে মঙ্গলপুর রাধাগোবিন্দ কাংখুৎ-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর সভাপতি কৈশাম মনীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজসেবক শ্যামল সিংহের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ, কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ সমাজ সেবক সমিতির সভাপতি নারেংবম রাধামােহন সিংহ, তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্রেক্স এর আহবায়ক লাংগনোজম জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহ, ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন, ছোট ধামাই এর সভাপতি অহৈবম রণজিৎ সিংহ, মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সভাপতি নুর উদ্দিন, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণাামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সমরেন্দ্র সিংহ। টুর্ণামেন্টে ছেলে ও মেয়েদের মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com