কমলগঞ্জ ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু
August 12, 2021,

স্টাফ রিপোর্টার: সিলেট-আখাউড়া রেল পথের মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বড়গাছ নামক এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী ১ ব্যক্তি ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
১২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে ছেড়ে যাওয়া আউটারে পাশে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ রেল লাইনের থেকে উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, সকালে কমলগঞ্জের ভানুগাছ-রেল স্টেশনের বড়গাছ নামক এলাকায় রেল লাইনের ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধা মরদেহ পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা এস আই হুমায়ূন কবির ও এস আই জয়নুল আবেদীন ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মন্তব্য করুন