কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পূজামন্ডপে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

October 21, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ব্রাহ্মণ, পুরোহিত ও ৭টি পূজামন্ডপ কমিটিকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৭টি পূজামন্ডপে নগদ অর্থসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ২১ অক্টোবর বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, দেওয়ান আব্দুর রহিম মুহিন, আয়েশা সিদ্দিকা, মুসলিমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিখিল চন্দ্র কর, শিবদাস দেব শিবু,  সুনীল মালাকার, বিষ্ণুকান্ত পাল, নিখিল মালাকার প্রমুখ। এসময় পৌর এলাকার ব্রাহ্মণ, পুরোহিত, পৌরসভার ৭টি পূজামন্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com