কমলগঞ্জ পৌরসভা পরিদর্শন করলেন সিলেটের বিভাগীয় কমিশনার

October 30, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। বৃহস্পতিবার ২৯ অক্টোবর বেলা ৩টায় কমলগঞ্জ পৌরসভায় তার আগমন উপলক্ষে পৌরসভার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাছরিন চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলাল চৌধুরী। আলোচনা শেষে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর-মহিলা কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com