কমলগঞ্জ পৌর এলাকায় কর্মহীন অসহায় ৩০০ পরিবারকে নগদ অর্থ দিলেন পৌর মেয়র

May 22, 2020,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নগদ ২০০টাকা করে অর্থ বিতরণ করা হয়। শুক্রবার (২২মে) বেলা ১১টায় পৌর মেয়রের ব্যাক্তিগত কার্যালয়ে এসব অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিাত ছিলেন পৌর মেয়র জুয়েল আহমেদের একমাত্র পুত্র ইরফান আহমেদ জিনান, সাংবাদিক সালাউদ্দিন, হৃদয়, তানিম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পৌর মেয়র মো. জুয়েল আহমদ বলেন, মহামারি নভেল করোনাভাইরাসে ইতোমধ্যেই কমলগঞ্জে ১৯ জন আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধকালে কমলগঞ্জ পৌর এলাকার বেশীরভাগ নাগরিক কর্মহীন হয়ে পড়েছেন। গত মাসাধিককাল থেকে সরকারি সহায়তার পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব মানুসেল মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com