কমিউনিটি ভিত্তিক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

December 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি ভিত্তিক (ImSRHR&MNH)– প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্দ্যোগে এক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর ইপিআই ভবন হল রুমে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনেন্দ ভৌমিকের সভাপতিত্ত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান, ২৫০ শয্যা হাসপাতাল তত্ত¦বধায়ক পার্থ শারথী দত্ত কানঙ্গ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, ইউনিসেফ সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম, ম্যানেজিং ডিরেক্টের (পিএইচডি)  মোঃ আব্দুস সালাম।

সভায় প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন ইউনিসেফ হেলথ অফিসার সিলেট বিভাগ ডাঃ মোঃ সালেকুজ্জামান।

প্রকল্পের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর  ম্যানেজিং ডিরেক্টের মোঃ আব্দুস সালাম ও মোঃ সাখাওয়াত হোসেন, ডাইরেক্টর প্রোগ্রাম (পিএইচডি)

 প্রধান অতিথি তার বক্তব্যে আশা বাদ ব্যক্ত করেন যে ইউনিসেফের সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর কার্যক্রমের মাধ্যমে  মৌলভীবাজার জেলায় মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু সহনীয় পর্যায়ে নেমে আসবে এবং প্রকল্পটি বাস্তবায়নে জেলা প্রসাশনের পক্ষথেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ নাসির উদ্দিন ফারুক ডেপুটি ডাইরেক্টর প্রোগ্রাম (পিএইচডি), মোঃ মুকিম হোসেন জেলা সমন্বয়কারী (পিএইচডি), জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকার্তা, জেলা তথ্য কর্মকর্তা,  উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চা বাগানের ম্যানেজার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com