কম্পিউটারে মেধা খাটিয়ে অর্থ উপার্জনে সহায়ক হবে কেটি ইন্সটিটিউট-মেয়ের ফজলুর রহমান

September 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কেটি ইন্সটিটিউট এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করবেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
১৯ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে আটটায় কেটি ইন্সটিটিউট মৌলভীবাজার চৌমুহনার ইলিয়াস শপিং সিটি (জুতাবাজারের উপরে) কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমজার সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেটি ইন্সটিটিউট এর পরিচালক আবুল হায়দার তরিক, শাহপরান ট্রাভেলস্ এর পরিচালক সুলতানুল ইসলাম
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ের ফজলুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ব্যাপক কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজন। কেটি ইন্সটিটিউট কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তিগত খাতে জ্ঞান অর্জন করে মেধাবীরা মেধা কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী ও অর্থ উপার্জনে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য যে কেটি ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে কারিগরি শিক্ষা সম্প্রসারণে ১২ টি বিষয়ের উপর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স সাজিয়েছে। এতে একজন প্রশিক্ষণার্থী সব বিষয়ে ধারণা লাভ করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে কেটি ইন্সটিটিউট এর গাইডলাইন সহায়তা ভূমিকা পালন করবে। এছাড়াও এখানে গ্রাফিক্স ডিজাইন ও প্রফেশনাল কম্পিউটার হার্ডওয়্যার এর কোর্স করানো হয়।কুলাউড়ায় ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকুলাউড়ায় ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com